চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন আজ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন আজ বুধবার বিকেল তিনটায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মো. কামরুল হুদা ও সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু। পৌর বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করবেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী ও সঞ্চালনা করবেন পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত