চৌদ্দগ্রামে বিধবা নারীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আটক ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২: ৫২
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে বিধবা নারী খোদেজা বেগমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় তাৎক্ষণিক শাহীন মিয়া নামের এক রং মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত তিনটায় উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। শাহীন একই গ্রামের মৃত সাইদুল হক প্রকাশ ছুট্টু মিয়ার ছেলে। বিধবা নারী খোদেজা বেগম পাশের বাড়ির মৃত মুছা কলিম উল্লাহর স্ত্রী। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিকড্ডা গ্রামের শাহীন মিয়া পাশের বাড়ির বিধবা খোদেজা বেগমের ঘরে আসা-যাওয়া করতো। এরই মধ্যে বিধবার নতুন বিল্ডিং ঘরের রঙের কাজ করে শাহীন মিয়া। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় খোদেজা বেগমের চিৎকার শুনে আশ-পাশের লোকজন বেরিয়ে আসলে শাহীন মিয়া পালিয়ে তার ঘরে চলে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বিধবা খোদেজা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ভুক্তভোগী বিধবা খোদেজা বেগম পাশের বাড়ির শাহীন মিয়ার নাম বললে তাৎক্ষণিক পুলিশ ঘর থেকে তাকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আহত নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত শাহীন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত