চৌদ্দগ্রামে নামাজে যাওয়ার সময় ট্রাকের চাপায় প্রবাসী যুবক নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মোঃ শাহজালাল(২৫) নামের সৌদিআরব প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার চাঁন্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

আজ সোমবার ভোরে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

নিহতের বড় ভাই মোঃ শাহাদাত জানান, শাহজালাল প্রবাসে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ সাফিন বলেন, ট্রাকের ধাক্কায় শাহজালাল পড়ে যাওয়ার সাথে সাথেই চাকার নিচে মাথা পিষে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত