চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পানি থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিহাব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামের ব্যবসায়ী মাসুদের ছেলে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের চাচা মো: নাছির উদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির উঠানে শিহাব ফুটবল নিয়ে খেলছিল। শিহাবকে অনেকক্ষণ না দেখে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এসময় শিহাবের চাচি পুকুর পাড়ে গিয়ে দেখে তার লাশ পুকুরের পানিতে ভাসছে। এসময় লাশের পাশে খেলনা ফুটবলটিও পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মুন্সীরহাট বাজারের একটি বেসরকারী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুমিল্লার চৌদ্দগ্রামে পানি থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিহাব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামের ব্যবসায়ী মাসুদের ছেলে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের চাচা মো: নাছির উদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির উঠানে শিহাব ফুটবল নিয়ে খেলছিল। শিহাবকে অনেকক্ষণ না দেখে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এসময় শিহাবের চাচি পুকুর পাড়ে গিয়ে দেখে তার লাশ পুকুরের পানিতে ভাসছে। এসময় লাশের পাশে খেলনা ফুটবলটিও পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মুন্সীরহাট বাজারের একটি বেসরকারী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।