চৌদ্দগ্রামে শহীদ শাখাওয়াত ও জামশেদের পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ শাখাওয়াত হোসেন ও জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াত। আজ মঙ্গলবার উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে শহীদ শাখাওয়াত হোসেন এবং মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের বাড়িতে মতবিনিময় শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন জামায়াত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহীম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহম্মেদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামিম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা উত্তর সভাপতি নাসিম মিয়াজী, পৌর শিবির সভাপতি হোসাইন আহমেদ, সেক্রেটারী আরাফাত হোসেন, স্থানীয় জামায়াত নেতা মাষ্টার মাছুম বিল্লাহ, হাফেজ মর্তুজা মজুমদার, ডাঃ জাহাঙ্গীর হোসেন, শামীম মিয়াজী, মির্জা শামীম, রিয়াদ হোসেন, ইব্রাহীম মিয়াজী, হাফেজুল ইসলাম, মোঃ মমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত