নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে নুর আলম নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে অকথ্য নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুলিশ আবুল হাশেম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুর আলম ওই গ্রামের আবুল হাসানের ছেলে। গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত নুর আলমদের সাথে আবুল হাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে নুর আলম পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় আবুল হাশেম তাকে চোর অপবাদ দিয়ে ধরে আনে এবং হাশেমের বাড়ির একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
এরপর হাশেম মিয়ার বাড়ির স্বপন মিয়া ও সোহেল মিয়া নুর আলমকে (২৪) গাছের সঙ্গে বেঁধে লাঠি-পেটা ও জুতা-পেটা করে। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশ রোববার আবুল হাশেমকে (৪২) গ্রেপ্তার করে। এই ঘটনায় নুর আলমের বাবা আবুল হাশেম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর আসামি স্বপন মিয়া ও সোহেল মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি হাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে নুর আলম নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে অকথ্য নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুলিশ আবুল হাশেম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুর আলম ওই গ্রামের আবুল হাসানের ছেলে। গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত নুর আলমদের সাথে আবুল হাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে নুর আলম পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় আবুল হাশেম তাকে চোর অপবাদ দিয়ে ধরে আনে এবং হাশেমের বাড়ির একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
এরপর হাশেম মিয়ার বাড়ির স্বপন মিয়া ও সোহেল মিয়া নুর আলমকে (২৪) গাছের সঙ্গে বেঁধে লাঠি-পেটা ও জুতা-পেটা করে। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশ রোববার আবুল হাশেমকে (৪২) গ্রেপ্তার করে। এই ঘটনায় নুর আলমের বাবা আবুল হাশেম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর আসামি স্বপন মিয়া ও সোহেল মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি হাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে।