চৌদ্দগ্রামে মাদকের আস্তানায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ৩৭
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামের দেড়কোটা বাজারে মাদকের আস্তানা থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সবুজ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল গ্রামের নুরুজ্জামানের ছেলে।

আজ বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক অনন্ত।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দেড়কোটা বাজারের বাবুলের দোকানের একটি রুম ভাড়া নিয়ে সবুজসহ চিহ্নিত কয়েকজনের চক্র মাদক ব্যবসা করে আসছিল। দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে পুলিশ সেই আস্তানায় অভিযান চালিয়ে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সবুজকে আটক করে। চক্রটি মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ওই রুমটি ব্যবহার করতো।

এলাকাবাসী বাবুলকে ওই রুমটি মাদক ব্যবসায়ীদের ভাড়া দিতে নিষেধ করলেও সে কর্ণপাত করেনি। বর্তমানে তার কারণে মাদকে জড়িত হয়ে যুবসমাজ প্রায় ধ্বংসের পথে। এর সাথে চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা ও মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীও জড়িত রয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া নিতে প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছে এলাকাবাসী।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনন্ত বলেন, ‘ইয়াবাসহ আটকক...ত যুবক সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত