কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৫, ২২: ৪৫
Thumbnail image
ছবিঃ সংগৃহীত।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন ছিলেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর কুমিল্লা ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মোঘলটুলি এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এ ছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন।

সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান বলেন, ২৩ বীরের সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে কবির শিকদারকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের পর তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত