চৌদ্দগ্রামে স্কুলব্যাগে গাঁজা পাচারকালে মাদক ব্যবসায়ীসহ আটক ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মাদক ব্যবসায়ী এনামুল হক খোকনের ছেলে মোঃ সুজন ও নোয়াখালীর সোনাইমুড়ির ঘোষকান্তা গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে শুক্কুর। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে মাদক নিয়ে চৌদ্দগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সালুকিয়া এলাকায় রবি টাওয়ারের নিচে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজনকে স্কুলব্যাগ ও শুক্কুরকে একটি সাদা ব্যাগসহ আটক করে। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে সুজন ও শুক্কুরের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে আটককৃত সুজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, ঢাকার কেরানীগঞ্জ, সুত্রাপুর থানার চারটি মামলা এবং শুক্কুরের বিরুদ্ধে গুলশান ও কাফরুল থানার পাঁচটি মামলা রয়েছে। এছাড়া গত ১৭ এপ্রিল সীমান্ত এলাকায় বিজিবির উপর হামলার সাথেও জড়িত ছিল সুজন।

বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘গাঁজাসহ আটককৃত সুজন ও শুক্কুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

উল্লেখ্য, সুজন গাঁজাসহ আটকের তিন ঘন্টা পরেই তার বাবা এনামুল হক খোকন ও মাদক সম্রাজ্ঞী আলেয়া বেগম বিজিবির উপর হামলার ঘটনায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত