মনিরুল হক চৌধুরী দিনভর মসজিদ, ওয়াজ ও গণসংযোগে ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার বাদ জুমা আদর্শ সদর উপজেলার শাহপুর দরবার শরীফের মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

পরবর্তীতে বাদ আসর চাঁনপুর নজির মসজিদে ও বাদ মাগরিব উনাইসার ইয়াসিন মার্কেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি এদিন পাঁচথুবী ইউনিয়নে ও নগরের উনাইসার এলাকায় গণসংযোগ করেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দেশের এই সংকটকালে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে বড় প্রয়োজন। আসুন আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি। এই দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেয়।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে বিএনপির নেতাকর্মীরা তাকিয়ে আছেন। এ মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দোয়ায় অংশ নেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল, কুমিল্লা মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত