নিজস্ব প্রতিবেদক
পাঁচ মাস আগে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি হয়নি। বর্তমানে সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব ছাড়া আর কারও কোন দলীয় পদপদবি নেই। বর্তমানে দলীয় কর্মকান্ড ছাড়াও এই তিন নেতা সামাজিক ও স্বেচ্ছাসেবী নানা ধরনের সংগঠনের সঙ্গে জড়িত।
দলীয় নেতাকর্মীদের দাবি দ্রুত পুর্ণাঙ্গ কমিটি হলে তাঁরা পদপদবি ব্যবহার করতে পারতেন। তাছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাঁর আগেই তাঁরা পদ পেতে চান। গত ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপির প্রথম সম্মেলন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন হয়। সিটি করপোরেশন হওয়ার ১১ বছর পর বিএনপি মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২০২২ সালের ৩০ মে বিএনপি প্রথমবারের মতো ৪৪ সদস্য বিশিষ্ট মহানগর আহবায়ক কমিটি গঠন করে। এতে আমিরুজ্জামানকে আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করায় আমিরুজ্জামানকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে ওই বছরের ২৭ জুলাই প্রথম যুগ্ম আহবায়ক শওকত আলী বকুলকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়। এক পর্যায়ে ওই কমিটিও বিলুপ্ত করা হয়। এরপর ২০২২ সালের ৩১ আগস্ট ২৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে উৎবাতুল বারী আবুকে আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন টাউন হলে হয়। এতে সভাপতি পদে উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন। সম্মেলনের পর এখনও পুর্ণাঙ্গ কমিটি হয়নি। পদ প্রত্যাশীরা পদের জন্য মুখিয়ে আছেন।
দলের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনের পর টানা বিএনপির নানা ধরনের কর্মসূচি ছিল। রোজা ও দুইটি ঈদ ছিল। দলীয় কর্মসূচি পালন করতে ক্লান্ত দলের শীর্ষ নেতৃত্ব। দলের সব ওয়ার্ড কমিটি আছে। এখন কেবল কমিটি ঘোষণার পালা।
মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, কমিটি গঠনের কাজ চলছে।
পাঁচ মাস আগে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি হয়নি। বর্তমানে সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব ছাড়া আর কারও কোন দলীয় পদপদবি নেই। বর্তমানে দলীয় কর্মকান্ড ছাড়াও এই তিন নেতা সামাজিক ও স্বেচ্ছাসেবী নানা ধরনের সংগঠনের সঙ্গে জড়িত।
দলীয় নেতাকর্মীদের দাবি দ্রুত পুর্ণাঙ্গ কমিটি হলে তাঁরা পদপদবি ব্যবহার করতে পারতেন। তাছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাঁর আগেই তাঁরা পদ পেতে চান। গত ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপির প্রথম সম্মেলন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন হয়। সিটি করপোরেশন হওয়ার ১১ বছর পর বিএনপি মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২০২২ সালের ৩০ মে বিএনপি প্রথমবারের মতো ৪৪ সদস্য বিশিষ্ট মহানগর আহবায়ক কমিটি গঠন করে। এতে আমিরুজ্জামানকে আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করায় আমিরুজ্জামানকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে ওই বছরের ২৭ জুলাই প্রথম যুগ্ম আহবায়ক শওকত আলী বকুলকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়। এক পর্যায়ে ওই কমিটিও বিলুপ্ত করা হয়। এরপর ২০২২ সালের ৩১ আগস্ট ২৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে উৎবাতুল বারী আবুকে আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন টাউন হলে হয়। এতে সভাপতি পদে উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন। সম্মেলনের পর এখনও পুর্ণাঙ্গ কমিটি হয়নি। পদ প্রত্যাশীরা পদের জন্য মুখিয়ে আছেন।
দলের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনের পর টানা বিএনপির নানা ধরনের কর্মসূচি ছিল। রোজা ও দুইটি ঈদ ছিল। দলীয় কর্মসূচি পালন করতে ক্লান্ত দলের শীর্ষ নেতৃত্ব। দলের সব ওয়ার্ড কমিটি আছে। এখন কেবল কমিটি ঘোষণার পালা।
মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, কমিটি গঠনের কাজ চলছে।