নিজস্ব প্রতিবেদক

বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে নবান্ন উৎসব। বাঙালির এই অনন্য ঐতিহ্য ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ আয়োজন করেছে ‘নবান্ন উৎসব-১৪৩২’।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসব উদ্যাপন করা হয়। এতে প্রতিবর্তনের শিল্পীরা নৃত্য, সংগীত ও কবিতা পরিবেশন করেন।
নবান্ন উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবর্তনের উপদেষ্টা ও সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হোসাইন।
প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, প্রতিবর্তন সবসময় বাংলা সংস্কৃতিকে লালন ও প্রচারের জন্য কাজ করে এসেছে। আজ প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। নবান্ন আমাদের বাংলার প্রাণের উৎসব। ফসলের ঘ্রাণ, মাটির টান, সোনালি শস্যের হাসি সব মিলেই নবান্ন শুধু একটি উৎসব নয়, বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি।
উল্লেখ্য, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটার পর সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব।

বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে নবান্ন উৎসব। বাঙালির এই অনন্য ঐতিহ্য ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ আয়োজন করেছে ‘নবান্ন উৎসব-১৪৩২’।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসব উদ্যাপন করা হয়। এতে প্রতিবর্তনের শিল্পীরা নৃত্য, সংগীত ও কবিতা পরিবেশন করেন।
নবান্ন উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবর্তনের উপদেষ্টা ও সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হোসাইন।
প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, প্রতিবর্তন সবসময় বাংলা সংস্কৃতিকে লালন ও প্রচারের জন্য কাজ করে এসেছে। আজ প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। নবান্ন আমাদের বাংলার প্রাণের উৎসব। ফসলের ঘ্রাণ, মাটির টান, সোনালি শস্যের হাসি সব মিলেই নবান্ন শুধু একটি উৎসব নয়, বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি।
উল্লেখ্য, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটার পর সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব।