• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪০ বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের সমাপ্তি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১: ৫৮
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২: ০১
logo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের সমাপ্তি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১: ৫৮
Photo

‎দেশ-বিদেশের প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ১৮৫ টি অ্যাবস্ট্রাক্ট উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস' শীর্ষক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ৯ ও ১০ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের পর্দা নামে।

‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও গবেষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎জানা যায়, সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কি-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন এবং ১টি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কি-নোট সেশন এবং ৯টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়।

‎‎সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ২৭০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে, যার মধ্যে ১৮৪টি নির্বাচিত হয়। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪০টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্মেলনে ১৩টি পূর্ণাঙ্গ প্রবন্ধ উপস্থাপন এবং ২টি প্ল্যানারি টক অনুষ্ঠিত হয়।

‎আরও জানা যায়, দেশ-বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৩০ জন গবেষক ও শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থাপিত প্রায় ১৮৫টি অ্যাবস্ট্রাক্টের মধ্য থেকে ২৬টি সেরা প্রেজেন্টেশন হিসেবে নির্বাচিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আয়োজিত আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলন সুপরিকল্পিত আয়োজন, একাডেমিক নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি অর্থবহ ও ফলপ্রসূ একাডেমিক পরিবেশ তৈরি করেছে। দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই সম্মেলন বহুমাত্রিক গবেষণার গুরুত্ব ও সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, সম্মেলনে উপস্থাপিত বিপুল সংখ্যক গবেষণাপত্র, কি-নোট বক্তৃতা, প্ল্যানারি ও পোস্টার সেশনগুলো গবেষণার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন গবেষণার দিগন্ত উন্মোচন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও বিজ্ঞান অনুষদ এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

‎‎সম্মেলনের সভাপতি এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, 'সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সহযোগিতায় আমাদের দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই দুই দিনে আমরা মূল্যবান আইডিয়া শেয়ার, উদ্ভাবন, গবেষণা এবং অর্থবহ আলোচনা করেছি, যা বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সহায়ক হবে। অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশনের মান ও আগ্রহ ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি, এই সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমরা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের কাজে লাগাতে পারব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

Thumbnail image

‎দেশ-বিদেশের প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ১৮৫ টি অ্যাবস্ট্রাক্ট উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস' শীর্ষক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ৯ ও ১০ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের পর্দা নামে।

‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও গবেষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎জানা যায়, সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কি-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন এবং ১টি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কি-নোট সেশন এবং ৯টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়।

‎‎সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ২৭০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে, যার মধ্যে ১৮৪টি নির্বাচিত হয়। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪০টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্মেলনে ১৩টি পূর্ণাঙ্গ প্রবন্ধ উপস্থাপন এবং ২টি প্ল্যানারি টক অনুষ্ঠিত হয়।

‎আরও জানা যায়, দেশ-বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৩০ জন গবেষক ও শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থাপিত প্রায় ১৮৫টি অ্যাবস্ট্রাক্টের মধ্য থেকে ২৬টি সেরা প্রেজেন্টেশন হিসেবে নির্বাচিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আয়োজিত আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলন সুপরিকল্পিত আয়োজন, একাডেমিক নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি অর্থবহ ও ফলপ্রসূ একাডেমিক পরিবেশ তৈরি করেছে। দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই সম্মেলন বহুমাত্রিক গবেষণার গুরুত্ব ও সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, সম্মেলনে উপস্থাপিত বিপুল সংখ্যক গবেষণাপত্র, কি-নোট বক্তৃতা, প্ল্যানারি ও পোস্টার সেশনগুলো গবেষণার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন গবেষণার দিগন্ত উন্মোচন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও বিজ্ঞান অনুষদ এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

‎‎সম্মেলনের সভাপতি এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, 'সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সহযোগিতায় আমাদের দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই দুই দিনে আমরা মূল্যবান আইডিয়া শেয়ার, উদ্ভাবন, গবেষণা এবং অর্থবহ আলোচনা করেছি, যা বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সহায়ক হবে। অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশনের মান ও আগ্রহ ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি, এই সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমরা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের কাজে লাগাতে পারব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

৩

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

৪

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

৫

কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল সম্পাদক জাহিদ

সম্পর্কিত

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৭ ঘণ্টা আগে
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

১২ ঘণ্টা আগে
হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন,  সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১২ ঘণ্টা আগে
এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

১৫ ঘণ্টা আগে