কুমিল্লা বিশ্ববিদ্যালয়

যোগদানের চিঠির বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জানতে পারবেন মজিবুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭: ১৮
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদারের যোগদানপত্র গ্রহণ করা হবে কি হবে না এজন্য ১০ কর্মদিবস সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আজ বুধবার বিকেলে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থাকা মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

এর আগে রেজিস্ট্রার মো মজিবুর রহমান মজুমদার আজ বুধবার সকালে উচ্চ আদালতের আদেশে যোগদান করতে যান। আবেদনে মজিবুর রহমান মজুমদার বৃহস্পতিবার ১৭ জুলাই পুর্বাহ্নে স্বপদে যোগদানের জন্য চিঠি দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাঁকে যোগদানের চিঠি না দিয়ে উল্টো ১০ কার্যদিবসের মধ্যে জানাবেন বলে জানায়।

গত ৩ মার্চ মজিবুর রহমান মজুমদারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বর্তমান প্রশাসন। এরপর মজিবুর রহমান মজুমদার মহামান্য হাইকোর্টে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আদেশের বিরুদ্ধে রিট করেন। মহামান্য হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সাতদিনের মধ্যে বিষয়টি বাস্তবায়ন করার জন্য আদেশ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত