মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা; শোক প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫: ৪৩
Thumbnail image

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আমাদের ক্লাসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু পরীক্ষাগুলো হবে।'

এছাড়াও পৃথক এক বিবৃতিতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এঘটনায় এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে যার ২৫ জনই শিশু।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত