দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ পশ্চিম পাড়ায় খালের পানিতে ডুবে আবির হোসেন (৬) নামে মাদ্রাসা পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেহাবাদ গ্রামের কবির হোসেনের পুত্র। আবির হোসেন দক্ষিণ রাঘবপুর নূরানি মাদ্রাসা শিক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার দুপুর ১ টার সময় নিহতের বাড়ির পাশে রামপ্রসাদের খালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন আবির হোসেনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশে খালে শিশুটির বাবা ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস আমার শহরকে জানান, পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু এমন কোন অভিযোগ বা তথ্য নিহতের পরিবারের থেকে আমাদের জানায়নি। পরিবার থেকে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ পশ্চিম পাড়ায় খালের পানিতে ডুবে আবির হোসেন (৬) নামে মাদ্রাসা পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেহাবাদ গ্রামের কবির হোসেনের পুত্র। আবির হোসেন দক্ষিণ রাঘবপুর নূরানি মাদ্রাসা শিক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার দুপুর ১ টার সময় নিহতের বাড়ির পাশে রামপ্রসাদের খালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন আবির হোসেনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশে খালে শিশুটির বাবা ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস আমার শহরকে জানান, পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু এমন কোন অভিযোগ বা তথ্য নিহতের পরিবারের থেকে আমাদের জানায়নি। পরিবার থেকে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।