দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩: ২৪
Thumbnail image

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হিরনকে (৩০) গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টায় ওয়াহেদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ আল মামুন হিরন উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুল মজিদের পুত্র। সে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস সহকারী এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি অটোরিকশা চালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার ৫৬ নং এজহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন হিরন।

নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহ আল মামুন হিরনের স্বজন জানান, হিরন যথারীতি উপজেলা পরিষদে যাতায়ত, দাপ্তরিক কাজে সহায়তা এমনকি তার নামে ঠিকাদারি লাইসেন্সে উন্নয়নমূলক কাজগুলো করে আসছে। সে হত্যা মামলার আসামি ছিল, এ বিষয়টি তাকে গ্রেপ্তারের পরেই জানতে পেরেছেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, হিরন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিএস ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হিরন সশস্ত্র ভূমিকায় আন্দোলনরতদের দমন-পীড়নে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত