কুমিল্লায় এডভোকেট আজাদ হত্যা মামালার আসামী সুমন গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২৩: ২২
Thumbnail image

কুমিল্লার চাঞ্চল্যকর এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজহারনামীয় আসামী গোলাম মহিউদ্দিন সুমন প্রকাশ্যে লাকড়ী সুমনকে দেবিদ্বার উপজেলা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম এর তত্ত্বাবধায়নে অভিযান চালিয়ে আসামিকে দেবিদ্বার থেকে গ্রেপ্তার করে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গতকাল বুধবার রাতে কুমিল্লা কোতওয়ালি মডেল থানায় ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজহার নামীয় আসামী গোলাম মহিউদ্দিন সুমন প্রকাশ্যে লাকড়ী সুমনকে দেবিদ্বার উপজেলা পলাতক ছিল ওখান থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য এডভোকেট আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হয়ে গত বছরের ১৫ ই আগস্ট মারা যান  ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত