কুমিল্লায় যুবককে জবাই করে হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৬: ৪৫
Thumbnail image

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার পর দূর্বৃত্তরা মরদেহ গ্রামের নির্জন স্থানে ফেলে রেখে যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের জামাল হোসেনের ছেলে।

ওসি জাবেদ উল ইসলাম বলেন, গতরাতের ঘটনা। কেন এই হত্যাকাণ্ড, সেটি এই মুহুর্তে বলতে পারছি না। তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত