হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল মহিষমারী গ্রামের প্রয়াত হারুনুর রশিদের ছেলে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা, আতঙ্ক ও ভয়। দেশের বিভিন্ন এলাকায় দায়ের মামলায় তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।
হোমনা থানার উপপরিদর্শক মো. এহসানুল হাসান বলেন, জেলার তিতাস থানার বিস্ফোরক মামলায় হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আনিসুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল মহিষমারী গ্রামের প্রয়াত হারুনুর রশিদের ছেলে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা, আতঙ্ক ও ভয়। দেশের বিভিন্ন এলাকায় দায়ের মামলায় তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।
হোমনা থানার উপপরিদর্শক মো. এহসানুল হাসান বলেন, জেলার তিতাস থানার বিস্ফোরক মামলায় হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আনিসুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।