নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম-এসইডিপির অধীনে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের এর যৌথ আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী।
দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, জেলা শিক্ষা অফিসের বৈজ্ঞানিক গবেষণা কর্মকর্তা কাউছারুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া, লালমাই প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
কুমিল্লার লালমাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম-এসইডিপির অধীনে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের এর যৌথ আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী।
দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, জেলা শিক্ষা অফিসের বৈজ্ঞানিক গবেষণা কর্মকর্তা কাউছারুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া, লালমাই প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।