বাগমারায় পেশাগত দক্ষতা উন্নয়নে ইন হাউজ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭: ৫৪
Thumbnail image

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন নিয়ে পেশাগত দক্ষতা উন্নয়নে ইন হাউজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী পর্ব কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১ আগস্ট এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকেল চারটায় বাগমারা বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো ফারুক হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো আব্দুর রউফ ও বাগমারা বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো গোলাম মহীউদ্দীন আহমেদ।

এতে প্রশিক্ষক ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের উপপরিচালক ড. মো আয়েত আলী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মো আক্তার হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক, কোর ট্রেইনার (মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষক) ও বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের বিশেষজ্ঞ গোলাম কিবরিয়া খোন্দকার, বরুড়া উপজেলার হাফিজ আহমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা মাস্টার ট্রেইনার রুবাইয়া সুলতানা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ।

সভায় বক্তারা বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ পঠন পাঠনে বৈচিত্র্য আনে। প্রশিক্ষণ নিলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এটা বাড়াতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত