তিতাসে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মো. মোস্তফা (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোস্তফা রংপুর মাহিগঞ্জ উপজেলার ছোট কল্যাণী এলাকার প্রয়াত বাহারাম আলীর ছেলে।

গতকাল রোববার পুলিশ উপজেলার জগতপুর ইউনিয়নের পূর্ব ভাটিপাড়া দ্বীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দোতালার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মোস্তফা দুই বছর ধরে তিতাসে থেকে কন্টাক্ট নিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তার সাথে নকশার কাজ করার জন্য ঈদুল আযহার পর চাপাইনবাবগঞ্জ থেকে দুইজন শ্রমিক আনেন। হত্যার পর ওই দুই শ্রমিককে পাওয়া যায়নি। এলাকাবাসী ধারণা করছেন, সাথে থাকা দুই শ্রমিক এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা, মুখ ও মাথা মুখে স্কচটেপ পেছানো পেঁচানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত