তিতাসের নারান্দিয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামী নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার খলিলাবাদ গ্রামের নিজ বাড়িতে একটি সামাজিক বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দুটিতে প্যানেল চেয়ারম্যান ও চারটিতে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বাকি তিনটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করে আসছেন। এদের মধ্যে আটককৃত আরিফুজ্জামান খোকা চেয়ারম্যান একজন। আরিফুজ্জামান খোকা দক্ষিণ নারান্দিয়ার মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ তার শ্বশুর বাড়ি খলিলাবাদে জায়গা কিনে পরিবার নিয়ে বসবাস করে আসছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামী। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত