কুমিল্লায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬: ৪৭
Thumbnail image

কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর - হোমনা সড়কের পাশ থেকে পাওয়া গলাকাটা লাশের পরিচয় পেয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় পাওয়া যায় বিকেল সাড়ে ৩টায়।

ওই যুবকের নাম ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০)। ইমতিয়াজ ওরফে রিয়াজ বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলাকাটা ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হলে তারা নিহত যুবকের পরিচয় সনাক্ত করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, ধারণা করা হচ্ছে গতকাল রাতেই খুনের ঘটনা ঘটেছে। তার শরীরের মধ্যে শুধুমাত্র গলায় কাটা।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। লাশের পরিচয় যেহেতু সনাক্ত হয়েছে আশাবাদী দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত