বড় বোনকে সান্ত্বনা দিতে এসে হারালেন নিজের সন্তান

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে নিখোঁজ হওয়া বড় বোনের সন্তানকে দেখতে এসে নিজের পুত্র সন্তানকে হারালেন ছোট বোন। বুধবার দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার তিতাসে বারকাউনিয়া গ্রামের প্রয়াত আবদুল মালেকের বড় মেয়ে শাহিনুর আক্তারকে একই গ্রামে এবং ছোট মেয়ে মিনু আক্তারকে কুমিল্লা শহরে বিয়ে দেন। গত মঙ্গলবার সকালে শাহিনুর আক্তারের মাদ্রাসা পড়ুয়া ছেলে মো. হুসাইন কাজি (১৯) নিখোঁজ হয়।

বোনের ছেলের নিখোঁজের খবর শুনে একই দিন বিকেল পাঁচটায় কুমিল্লা শহর থেকে বাবার বাড়িতে ছেলে সন্তান তানভির আহমেদকে (৯) নিয়ে আসেন ছোট বোন মিনু আক্তার। ওই দিন বিকেলে হুসাইনকে পাওয়া গেলেও ছোট বোন থেকে যান বাবার বাড়িতে। বুধবার সকাল নয়টায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তানভির। দুপুর সাড়ে ১২টায় স্থানীয় লোকজন গ্রাম সংলগ্ন কাঠালিয়া নদী থেকে অজ্ঞান অবস্থায় তানভিরকে উদ্ধার করে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানভির কুমিল্লা শহরের কাপ্তান বাজার এলাকার প্রবাসী মো. রুবেল হোসেনের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সকলের ছোট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত