অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি
তিতাস প্রতিনিধি
কুমিল্লা তিতাসে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠনে অনিয়মের বিষয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে তদন্ত কমিটির সদস্যরা হলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। আগামী সাত কর্মদিবসের মধ্যে উক্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এবছরের ২৭ মে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ দিন ওসমান গণি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। উক্ত সম্মেলনের ৯৬ দিন পর গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। কমিটির তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার কমিটিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে উক্ত কমিটি গঠনের বিভিন্ন অনিয়ম নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এ বিষয়ে বলেন, কমিটি গঠনে কোন অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাকেসহ দলের সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি অনুলিপি দেওয়া হয়েছে।
কুমিল্লা তিতাসে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠনে অনিয়মের বিষয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে তদন্ত কমিটির সদস্যরা হলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। আগামী সাত কর্মদিবসের মধ্যে উক্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এবছরের ২৭ মে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ দিন ওসমান গণি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। উক্ত সম্মেলনের ৯৬ দিন পর গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। কমিটির তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার কমিটিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে উক্ত কমিটি গঠনের বিভিন্ন অনিয়ম নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এ বিষয়ে বলেন, কমিটি গঠনে কোন অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাকেসহ দলের সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি অনুলিপি দেওয়া হয়েছে।