তিতাসে মাদক ও স্মার্ট ফোনের অপব্যবহারকে শিক্ষার্থীদের লাল কার্ড

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে লাল কার্ড প্রদর্শনীর মাধ্যমে মাদক ও স্মার্ট ফোনের অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

বাতাকান্দি সরকার সাহেব আলী আবু হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর প্রতিষ্ঠাতা বশির আহমেদ সুমন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজামান শুভ, লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা উত্তর জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সদস্য রিবন দেবনাথ, দাউদকান্দি শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ ও দপ্তর সম্পাদক অভি নন্দী, সংগঠক সাকিব আল হাসান প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত