তিতাসে বেড়িবাঁধে ঝুঁকি নিয়ে যান চলাচল

তিতাস প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২: ১৮
Thumbnail image

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর সেতু সংলগ্ন বেড়িবাঁধ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিকল্প কোন সড়ক না থাকায় বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ঢালাই ভেঙ্গে কার্পেটিং ওঠে মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তে ভরে গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, এ অঞ্চলের বাসিন্দাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রিক ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার, জাহাপুর বাজার, মছিমপুর বাজার। এছাড়াও তিতাস, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলায় যাতায়াতের একমাত্র প্রধান সংযোগ সড়ক। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী ৩০টি গ্রামের বাসিন্দা ও বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষকে এই ভাঙা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহন।

এলাকার স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ তুলে বলেন, রাস্তাটিতে বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একবার মাটি ফেলে সংস্কার করলেও বর্তমানে বৃষ্টির পানিতে রাস্তাটির দুপাশ দিয়ে মাটি নেমে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপায় না থাকায় এক প্রকার ঝুঁকি নিয়েই বর্তমানে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো অটোরিক্সা কখনো বা মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে। এই রাস্তা দিয়ে এখন আর কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কের রাস্তাটি খুব শীঘ্রই সংস্কার করা হবে। রাস্তাটি সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ইতোমধ্যে কাজটি ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত