আমার শহর বিনোদন ডেস্ক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) ‘ওমেন ফিল্মমেকারস’ বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী এই উৎসবের।
মিমি ছাড়াও এই বিভাগের বিচারক প্যানেলে রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় শিল্পী রোনাক তাহের, ফিলিপাইনের অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল ও প্যারিসভিত্তিক মার্কিন নির্মাতা ম্যারিয়ন স্ট্যান্ডেফার। এই প্যানেলে মিমির অবস্থান বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৯১টি দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসবে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘১২তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। ১১ এবং ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকরা অংশ নেবেন।
এ ছাড়া ঘোষণা হয়েছে স্পিরিচুয়াল ফিল্মস বিভাগের জুরিবোর্ডও। এই বিভাগে বিচারকের দায়িত্বে থাকছেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলের অডিও ভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার মিলিনা কোয়ারজ, জার্মান নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানের প্রযোজক এহসান কাভেহ।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) ‘ওমেন ফিল্মমেকারস’ বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী এই উৎসবের।
মিমি ছাড়াও এই বিভাগের বিচারক প্যানেলে রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় শিল্পী রোনাক তাহের, ফিলিপাইনের অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল ও প্যারিসভিত্তিক মার্কিন নির্মাতা ম্যারিয়ন স্ট্যান্ডেফার। এই প্যানেলে মিমির অবস্থান বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৯১টি দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসবে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘১২তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। ১১ এবং ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকরা অংশ নেবেন।
এ ছাড়া ঘোষণা হয়েছে স্পিরিচুয়াল ফিল্মস বিভাগের জুরিবোর্ডও। এই বিভাগে বিচারকের দায়িত্বে থাকছেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলের অডিও ভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার মিলিনা কোয়ারজ, জার্মান নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানের প্রযোজক এহসান কাভেহ।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।