ডায়েট নয়, এই ৮টি বিষয়ই আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণ করে

আমার শহর ডেস্ক
Thumbnail image

​আপনি কি ডায়েট মেনে চলেন, তবুও ব্লাড সুগার থাকছে অনিয়ন্ত্রিত? হয়তো সমস্যা খাবারের প্লেটে নয়, বরং আপনার জীবনযাপনে! লন্ডনের কিংস কলেজ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট এবং বিখ্যাত বই ‘গ্লুকোজ রেভল্যুশন’-এর লেখক, জেসি ইনশসপে (গ্লুকোজ গডেস) তাঁর গবেষণায় প্রমাণ করেছেন খাবার ছাড়াও অন্তত ৮টি দৈনন্দিন অভ্যাস বা ফ্যাক্টর আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।

​চলুন, সেই গুরুত্বপূর্ণ ৮টি কারণ জেনে নেওয়া যাক, যা ডায়াবেটিস রোগীদের অবশ্যই এড়িয়ে চলতে হবে:

​১. রাত ৮টার পর রাতের খাবার

​ রাত ৮টার পর খাবার খেলে রক্তে শর্করার মাত্রা ২০% থেকে ৪০% পর্যন্ত বাড়ে,দিনের শেষে গ্লুকোজের প্রতি শরীরের সংবেদনশীলতা কমে যায়। ফলে গ্লুকোজ দীর্ঘ সময় ধরে শরীরে থেকে যায়।

​২. ৬ ঘণ্টার কম ঘুম

মাত্র এক রাতের ৬ ঘণ্টার কম ঘুম আপনার রক্তে শর্করার মাত্রা ২৫% পর্যন্ত বাড়াতে পারে।

​কম ঘুম ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা কমায়। পরদিন সকালের নাস্তার পরেও সুগার স্পাইক দেখা দেয়।

​৩. গ্যাজেট থেকে নির্গত নীল আলো

​গভীর রাত পর্যন্ত মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখলে নীল আলো আপনার দেহঘড়ি (Internal Clock) ও মেটাবলিজমকে ব্যাহত করে। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, অর্থাৎ কোষগুলো গ্লুকোজ গ্রহণ করতে পারে না।

​৪. দীর্ঘস্থায়ী মানসিক চাপ

মানসিক চাপ রক্তে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে। এই হরমোনগুলি লিভারকে অতিরিক্ত গ্লুকোজ রক্তে ছাড়ার নির্দেশ দেয়। ফলে চাপ থাকলে যেকোনো খাবার খাওয়ার পর গ্লুকোজ স্পাইক বেশি হয়।

​৫. খাবার খাওয়ার সময় অমনোযোগ

অন্য কাজ করতে করতে (যেমন টিভি দেখা বা ফোন ঘাঁটা) খাবার খেলে শরীর স্ট্রেস মোডে চলে যায়।

​৬​. ডিহাইড্রেশন ও ম্যাগনেশিয়ামের ঘাটতি

​পানি ও খনিজের গুরুত্ব: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি না পান করলে এবং শরীরে ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিলেও রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে।

​৭. শারীরিক পরিশ্রমের অভাব

​ দৈনন্দিন জীবনে কায়িক শ্রম (Physical Activity) কমে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং ফলস্বরূপ রক্তে শর্করা বা সুগারের মাত্রা বৃদ্ধি পায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত