৫ দফা দাবিতে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি


চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image
স্মারকলিপি

স্বাস্থ্যখাতে নীতিগত অব্যবস্থাপনা দূরীকরণ এবং চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নসহ ৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

সোমবার কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রেজা সরোয়ারের কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ইন্টার্ন চিকিৎসকরা পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যা স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, চিকিৎসকদের অধিকার সংরক্ষণ এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

স্মারকলিপি প্রদানকালে ইন্টার্ন চিকিৎসক ডা. সাইফুল ইসলাম রাহী, ডা. শায়লা কায়সার এবং মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা জানান, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার শিকার। চিকিৎসাসেবায় গুণগত মান বজায় রাখার জন্য আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন জরুরি। সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলতে পারে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হবে।’

বিষয়:

কুমিল্লা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত