বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি আজ সোমবার সকাল ১০ টায় ঢাকা মেডিক্যাল কলেজের ২ নং গ্যালারিতে "অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল" শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে।

সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে সোসাইটির আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডা. সাইয়্যেদা সুলতানা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্টের ভয়াবহতা, কারণ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে ডা. এ এফ মোহাম্মদ শফিকুল আলম "অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল" বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোসাইটির যুগ্মআহবায়ক অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরার সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. আজমেরী মমতাজ লিজা, ডা. মো. হাসান শরীফসহ ফার্মাকোলজিস্টবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত