আমার শহর ডেস্ক

খুব আগ্রহ নিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসে কোচিং করাতে এসেছিলেন মাহাবুব আলী জাকি। প্রধান কোচ টবি রেডফোর্ড আসার আগে অনুশীলনের পুরো দায়িত্ব ছিল তাঁর কাঁধে। অথচ তিনি নিজের দলের জয় দেখে যেতে পারলেন না। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগেই না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। গতকাল ঢাকা তার প্রথম ম্যাচ জিতেছে ৫ উইকেটে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই জয়কে উৎসর্গ করেন প্রয়াত কোচ জাকিকে। ঢাকা ক্যাপিটাল কতৃপক্ষও এদিন ঘোষনা দেন প্রয়াত কোচ জাকির সন্তানদের শিক্ষাখরচ আজীবন বহন করবে তারা।
স্মৃতিচারন করেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ‘ টসের পর দেখলাম সুস্থ একটা মানুষ পরে গেলেন। পালস একবার এসেছিল, তারপরই তো...সব শেষ হয়ে গেল। খুবই ভালো মানুষ ছিলেন। লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল তার সঙ্গে। দুর থেকে হলেও ওনার পরিবারের পাশে থাকার চেস্টা করব।’
গতকালের স্লো উইকেটে ভালো করতে পারেনি রাজশাহী। ৮ উইকেটে ১৩২ রান করেছিল তারা। জবাবে ৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ঢাকা। এই জয় নিয়ে অধিনায়ক মিঠুন বলেন, ‘উইকেট স্লো থাকায় লো স্কোরিং ম্যাচ হয়েছে। বোলাররা ভালো করেছে।’ কোচ জাকির অপ্রত্যাশিত প্রয়াণ নিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে জাকি স্যার ছিলেন বাবার মতো। অকালে তাঁর চলে যাওয়া ক্রিকেটের ক্ষতি। আল্লাহর কাছে আমরা তাঁর জান্নাত কামনা করি।’
ঢাকার পাকিস্তানি পেসার ইমান ওয়াসিম দারুণ বোলিং করেছেন। চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। কন্ডিশন ও ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘বোলিং করার ক্ষেত্রে চ্যানেল ঠিক রাখতে হয়েছে। আমি চেষ্টা করেছি জায়গায় বল করে সফল হতে। সমন্বিত বোলিং করায় কম রানে প্রতিপক্ষকে আটকে দেওয়া সম্ভব হয়েছে।’
যদিও ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালসেরও ঘাম ঝরেছে। টপঅর্ডার ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ৩৯ বলে ৪৫ রান করে জয়ের ভিত গড়েন। নাসির হোসেন ১৯, উসমান খান ১৮ রান করেন। মারকুটে দুই ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান জুটি গড়ে ম্যাচ শেষ করেন সাত বল হাতে রেখে। ১০ বলে ২১ রান সাব্বিরের, ১৩ বলে ১৭ রান শামীমের।
প্রথম দিন সেঞ্চুরির করে উদ্দীপ্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ছন্দ নিয়ে খেলতে নেমে থেমেছেন ৩৭ রানে। ওপেনার তানজিদ হাসান তামিমের শুরুটাও ভালো হয়নি। সিলেট টাইটানসের বিপক্ষে ১০ রান করা এই ব্যাটার ঢাকার বিপক্ষে করেন ২০ রান। আগের ম্যাচের হাফ সেঞ্চুরি করে কর্ণ গহবরে আঙুল দিয়ে উদযাপন করা মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৪ রান। বিদেশিদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ২৬ বলে ২৬ রান করেন।

খুব আগ্রহ নিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসে কোচিং করাতে এসেছিলেন মাহাবুব আলী জাকি। প্রধান কোচ টবি রেডফোর্ড আসার আগে অনুশীলনের পুরো দায়িত্ব ছিল তাঁর কাঁধে। অথচ তিনি নিজের দলের জয় দেখে যেতে পারলেন না। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগেই না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। গতকাল ঢাকা তার প্রথম ম্যাচ জিতেছে ৫ উইকেটে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই জয়কে উৎসর্গ করেন প্রয়াত কোচ জাকিকে। ঢাকা ক্যাপিটাল কতৃপক্ষও এদিন ঘোষনা দেন প্রয়াত কোচ জাকির সন্তানদের শিক্ষাখরচ আজীবন বহন করবে তারা।
স্মৃতিচারন করেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ‘ টসের পর দেখলাম সুস্থ একটা মানুষ পরে গেলেন। পালস একবার এসেছিল, তারপরই তো...সব শেষ হয়ে গেল। খুবই ভালো মানুষ ছিলেন। লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল তার সঙ্গে। দুর থেকে হলেও ওনার পরিবারের পাশে থাকার চেস্টা করব।’
গতকালের স্লো উইকেটে ভালো করতে পারেনি রাজশাহী। ৮ উইকেটে ১৩২ রান করেছিল তারা। জবাবে ৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ঢাকা। এই জয় নিয়ে অধিনায়ক মিঠুন বলেন, ‘উইকেট স্লো থাকায় লো স্কোরিং ম্যাচ হয়েছে। বোলাররা ভালো করেছে।’ কোচ জাকির অপ্রত্যাশিত প্রয়াণ নিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে জাকি স্যার ছিলেন বাবার মতো। অকালে তাঁর চলে যাওয়া ক্রিকেটের ক্ষতি। আল্লাহর কাছে আমরা তাঁর জান্নাত কামনা করি।’
ঢাকার পাকিস্তানি পেসার ইমান ওয়াসিম দারুণ বোলিং করেছেন। চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। কন্ডিশন ও ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘বোলিং করার ক্ষেত্রে চ্যানেল ঠিক রাখতে হয়েছে। আমি চেষ্টা করেছি জায়গায় বল করে সফল হতে। সমন্বিত বোলিং করায় কম রানে প্রতিপক্ষকে আটকে দেওয়া সম্ভব হয়েছে।’
যদিও ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালসেরও ঘাম ঝরেছে। টপঅর্ডার ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ৩৯ বলে ৪৫ রান করে জয়ের ভিত গড়েন। নাসির হোসেন ১৯, উসমান খান ১৮ রান করেন। মারকুটে দুই ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান জুটি গড়ে ম্যাচ শেষ করেন সাত বল হাতে রেখে। ১০ বলে ২১ রান সাব্বিরের, ১৩ বলে ১৭ রান শামীমের।
প্রথম দিন সেঞ্চুরির করে উদ্দীপ্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ছন্দ নিয়ে খেলতে নেমে থেমেছেন ৩৭ রানে। ওপেনার তানজিদ হাসান তামিমের শুরুটাও ভালো হয়নি। সিলেট টাইটানসের বিপক্ষে ১০ রান করা এই ব্যাটার ঢাকার বিপক্ষে করেন ২০ রান। আগের ম্যাচের হাফ সেঞ্চুরি করে কর্ণ গহবরে আঙুল দিয়ে উদযাপন করা মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৪ রান। বিদেশিদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ২৬ বলে ২৬ রান করেন।