নিজস্ব প্রতিবেদক
ভোক্তাদের সাথে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করায় কুমিল্লা শহরের চকবাজারে দুই পেট্রোল পাম্পকে সিলগালা করেছে বিএসটিআই। গতকাল মঙ্গলবার এ অভিযান করা হয়।
সিলগালা করা ওই দুই প্রতিষ্ঠান হলো, আদর্শ সদর উপজেলার চকবাজার এলাকার মেসার্স শরীফ এন্টারপ্রাইজ ও মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদাস।
বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান কে এম হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মেসার্স শরীফ এন্টারপ্রাইজ এর ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের পরিমাপে ভোক্তাদের সাথে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ মিলি ও ২০০ মিলি কম দিয়ে আসছিল। এই অপরাধে ইউনিট দুটি সাময়িক বন্ধ করা হয়। এবং মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদার্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে ভোক্তাদের সাথে যথাক্রমে ৩৪০ মিলি ও ৩৯০ মিলি তেল কম দেয়ার অপরাধে ইউনিট দুটি সাময়িক বন্ধ করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোক্তাদের সাথে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করায় কুমিল্লা শহরের চকবাজারে দুই পেট্রোল পাম্পকে সিলগালা করেছে বিএসটিআই। গতকাল মঙ্গলবার এ অভিযান করা হয়।
সিলগালা করা ওই দুই প্রতিষ্ঠান হলো, আদর্শ সদর উপজেলার চকবাজার এলাকার মেসার্স শরীফ এন্টারপ্রাইজ ও মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদাস।
বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান কে এম হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মেসার্স শরীফ এন্টারপ্রাইজ এর ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের পরিমাপে ভোক্তাদের সাথে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৯০ মিলি ও ২০০ মিলি কম দিয়ে আসছিল। এই অপরাধে ইউনিট দুটি সাময়িক বন্ধ করা হয়। এবং মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদার্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে ভোক্তাদের সাথে যথাক্রমে ৩৪০ মিলি ও ৩৯০ মিলি তেল কম দেয়ার অপরাধে ইউনিট দুটি সাময়িক বন্ধ করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।