নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট নারীনেত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থা দৃষ্টি-কুমিল্লার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শরমিন কাদেরের (গিনি) ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ শনিবার নগরের টমছমব্রীজ কবরস্থান প্রাঙ্গনে শরমিন কাদেরের স্মরণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল শুক্রবার বাদ আসর লাকসাম রোড মরহুমার নিজস্ব বাসভবনে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমা ন্যাপ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের সহধর্মিনী। উল্লেখ, ২০০৮ সালের ৩ জানুয়ারি বিকেল তিনটায় হৃদরোগে আক্রান্ত তিনি মারা যান। তাঁর দেবর দেলোয়ার হোসেন টুটুল সবার কাছে দোয়া চেয়েছেন।

বিশিষ্ট নারীনেত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থা দৃষ্টি-কুমিল্লার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শরমিন কাদেরের (গিনি) ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ শনিবার নগরের টমছমব্রীজ কবরস্থান প্রাঙ্গনে শরমিন কাদেরের স্মরণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল শুক্রবার বাদ আসর লাকসাম রোড মরহুমার নিজস্ব বাসভবনে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমা ন্যাপ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের সহধর্মিনী। উল্লেখ, ২০০৮ সালের ৩ জানুয়ারি বিকেল তিনটায় হৃদরোগে আক্রান্ত তিনি মারা যান। তাঁর দেবর দেলোয়ার হোসেন টুটুল সবার কাছে দোয়া চেয়েছেন।