অর্থাভাবে কুমিল্লা এলজিইডিতে ২০ প্রকল্পের ১৫৭১ টি কাজ আটকে আছে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

টাকার অভাবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ২০ টি প্রকল্পের ১ হাজার ৫৭১ টি কাজ আটকে আছে। এইসব কাজের ৬২ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে ২১ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। বর্তমানে এলজিইডিতে ২ হাজার ২৭২ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকার কাজ চুক্তিবদ্ধ আছে।

গতকাল শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কুমিল্লা জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় ওই তথ্য দেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত