পাঁচ শর্তে বার্ডের ৬০৪৬ টি কাঁঠাল প্রকাশ্যে নিলামে বিক্রি হবে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পাঁচ শর্তে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭৬টি গাছের ৬ হাজার ৪৬টি কাঁঠাল প্রকাশ্য নিলামে বিক্রি হবে। আগামী ৭ মে বেলা ১১ টায় বার্ডের ৫ নম্বর শ্রেণিকক্ষে নিলামে অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বার্ডের পরিচালক (প্রশাসন) আইরীন পারভিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিলামে অংশগ্রহণকারীদের ৫০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত, সর্বোচ্চ দরদাতাকে কাঁঠালের মোট মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর দিতে হবে। সর্বোচ্চ দরদাতা নিলাম হওয়া কাঁঠাল নিতে ব্যর্থ হলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হবে। বার্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও হোস্টেল ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, লালমাই পাহাড়ের কোলে বার্ড অবস্থিত। এখানকার উঁচু-নিচু টিলা, সমতল, বাগান, পুকুরপাড়, একাডেমির বিভিন্ন ভবনের পাশে, অডিটোরিয়ামের পাশে হাজার হাজার কাঁঠাল ধরেছে। লালমাটিতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। হলদে রঙের এই কাঁঠা-ে লর ঘ্রাণ অন্যরকম। কাঁঠালও সুস্বাদু। বার্ডের কাঁঠালের কদর আছে। প্রতিবছরই বৈশাখ মাসে কাঁঠাল প্রকাশ্য। নিলামে বিক্রি করা হয়।

পাঁচ শর্ত হলো- ক. নিলামে অংশগ্রহণের আগে সরেজমিনে বাগান শাখার মাধ্যমে কাঁঠাল গাছের সংখ্যা ও আকার দেখতে হবে। নিলামের পর কাঁঠালের আকার ও সংখ্যা নিয়ে কোন আপত্তি গ্রহণ হবে না। খ. সর্বোচ্চ নিলাম দরদাতাকে সম্পূর্ণ টাকা, ভ্যাট ও আয়করসহ তিন কার্যদিবসের মধ্যে বার্ডের বাগান শাখায় নগদ জমা দিয়ে কাঁঠাল বুঝে নিতে হবে। গ. বিক্রি হওয়া কাঁঠাল পাহারা ও কর্তনের সময় সর্বোচ্চ ছয়জন লোক থাকতে পারবে। নিয়োজিত কোন ব্যক্তির উচ্ছৃঙ্খলতা, অসামাজিক, অশোভন কার্যকলাপ কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না। এই ধরনের কার্যক লাপ করলে একাডেমি কর্তৃপক্ষ যেকোন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।

ঘ. কাঁঠাল কর্তনের পর মজুদ রাখার জন্য বার্ড ক্যাম্পাসে কোন ঘর বা গোডাউন দেয়া হবে না। ঙ. কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন নিলাম গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

গত বৃহস্পতিবার সরেজমিনে বার্ডের প্রকৌশল শাখার পূর্বপাশের পুকুরের পশ্চিমপাড়, মহাপরিচালকের দপ্তর, ময়নামতি অডিটোরিয়াম এলাকা, উঁচু হিল ঘুরে দেখা গেছে, হাজারো কাঁঠাল। কোন কোন গাছে শতাধিক কাঁঠালও আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত