শহীদ মাসুমের কবরে হাইওয়ে পুলিশের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় শহীদ মাসুম মিয়ার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিওনের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম।

গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত করা হয়। এসময় হাইওয়ে কুমিল্লা রিজিওনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রথমবারের মতো দিনটি উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস বদলে দেয়া দিনটির স্মরণে সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা আয়োজন।

এছাড়াও দিনব্যাপী কুমিল্লায় অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত