নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, এই বৃত্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। এটাকে যেন তারা অনুপ্রেরণা হিসেবে নেয়। শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে যেন রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত থাকতে পারে, সেজন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। এই দেশকে একটি ক্লান্তিকাল ও খারাপ সময় থেকে টেনে তুলে এনেছে আমাদের শিক্ষার্থীরা। মাদক ও লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে তাদের দূরে থাকতে হবে। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ১৩১ জন কৃতী শিক্ষার্থীকে ৬ লাখ ৯২ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। এতে এসএসসিতে জিপিএ৫ পাওয়া ৯৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা ও এইচএসসিতে জিপিএ৫ পাওয়া ৩৭ জনকে ৬ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কয়েকজন বলেছেন, এবার সুন্দরভাবে বৃত্তি দেওয়া হয়েছে। কে কোন দল করে, কার পরিবার কোন দল করে সেটি না দেখে যোগ্যদের বাছাই করা হয়। আমরা প্রশাসক মহোদয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই।
কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, এই বৃত্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। এটাকে যেন তারা অনুপ্রেরণা হিসেবে নেয়। শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে যেন রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত থাকতে পারে, সেজন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। এই দেশকে একটি ক্লান্তিকাল ও খারাপ সময় থেকে টেনে তুলে এনেছে আমাদের শিক্ষার্থীরা। মাদক ও লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে তাদের দূরে থাকতে হবে। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ১৩১ জন কৃতী শিক্ষার্থীকে ৬ লাখ ৯২ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। এতে এসএসসিতে জিপিএ৫ পাওয়া ৯৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা ও এইচএসসিতে জিপিএ৫ পাওয়া ৩৭ জনকে ৬ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কয়েকজন বলেছেন, এবার সুন্দরভাবে বৃত্তি দেওয়া হয়েছে। কে কোন দল করে, কার পরিবার কোন দল করে সেটি না দেখে যোগ্যদের বাছাই করা হয়। আমরা প্রশাসক মহোদয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই।