কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৯টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন।

ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম মো. ইমাম হোসেন বাচ্চু। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি।

জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন বলেন, সকাল নয়টার দিকে ওই আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত