নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আমরা বিএনপিকে যতটুকু ভালোবাসি, তার চেয়ে আপনি বেশি ভালোবাসেন। এই দলের ক্ষতি হলে আপনি বেশি কষ্ট পাবেন। আমি হাজার হাজার নেতাকর্মীকে সামনে নিয়ে বলছি, আমার এমপি হওয়ার দরকার নাই। আপনি এই কুমিল্লাকে বাঁচান। প্রিয় নেতা, আমার শেষ অনুরোধটুকু রাখেন। আশা করি, মাঠপর্যায়ে খবর নিয়ে আপনি মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করবেন। নইলে এই আসন থেকে আপনি নির্বাচন করুন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায় এবং কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইয়াছিন বলেন, আজকে এখানে যেসব নেতাকর্মীরা হাজির হয়েছেন, তাঁরা ভাসমান নয়। বন্দুকের নলের সামনে মিছিল করা কর্মী তাঁরা। তাঁরা আমাকে নির্বাচন করার জন্য বলছে। আমি নির্বাচন করার জন্যই রাজনীতি করছি। প্রিয় নেতা, আপনি দেশের বাইরে থাকায় আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনি বর্তমানে দেশে আছেন, আগামীকাল ভোটার হবেন। আপনি এখন নিজেই জরিপ পরিচালনা করে দেখেন, এখানকার ৯০ শতাংশ নেতাকর্মী আপনার। এ সংখ্যা ৯৫ থেকে ৯৯ শতাংশও হতে পারে। তাঁরা কি বলছে আপনি শুনে যান।
ইয়াছিন বলেন, আমি চাঁদাবাজির জন্য রাজনীতি করি না। এই হারাম আমি খাই না। আমি রজনীতি করি, সন্ত্রাসমুক্ত কুমিল্লার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য। আমি রাজনীতি করি কৃষকের জন্য, শিক্ষকের জন্য, তরুণ প্রজন্মের জন্য, ক্ষুদ্র-মাঝারি-বড় ব্যবসায়ীর জন্য, কুমিল্লার শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য, অটোরিকশার ড্রাইভার, শ্রমিকের জন্য। আমি রাজনীতি করি কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। আমি রাজনীতি করি শহীদ জিয়ার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমি ৩৩-৩৪ বছর দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছি। এখানকার কর্মীরা ১৭-১৮ বছর জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। প্রতিটি কর্মীর পাশে আমি দাঁড়িয়েছি। সাংগঠনিকভাবে বিএনপির জন্য অত্যন্ত শক্তিশালী আসন কুমিল্লা-৬। প্রিয়া নেতা তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি এই বিষয় নিয়ে (মনোনয়ন বঞ্চিত হওয়া নিয়ে) আপনার সঙ্গে আলাপ করতে হবে।
এসময় কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম। বক্তব্য রাখেন মো. রেজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হান, সৈয়দ মেরাজ, আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কাজী গোলাম জিলানী, নাহিদ রানা প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আমরা বিএনপিকে যতটুকু ভালোবাসি, তার চেয়ে আপনি বেশি ভালোবাসেন। এই দলের ক্ষতি হলে আপনি বেশি কষ্ট পাবেন। আমি হাজার হাজার নেতাকর্মীকে সামনে নিয়ে বলছি, আমার এমপি হওয়ার দরকার নাই। আপনি এই কুমিল্লাকে বাঁচান। প্রিয় নেতা, আমার শেষ অনুরোধটুকু রাখেন। আশা করি, মাঠপর্যায়ে খবর নিয়ে আপনি মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করবেন। নইলে এই আসন থেকে আপনি নির্বাচন করুন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায় এবং কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইয়াছিন বলেন, আজকে এখানে যেসব নেতাকর্মীরা হাজির হয়েছেন, তাঁরা ভাসমান নয়। বন্দুকের নলের সামনে মিছিল করা কর্মী তাঁরা। তাঁরা আমাকে নির্বাচন করার জন্য বলছে। আমি নির্বাচন করার জন্যই রাজনীতি করছি। প্রিয় নেতা, আপনি দেশের বাইরে থাকায় আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনি বর্তমানে দেশে আছেন, আগামীকাল ভোটার হবেন। আপনি এখন নিজেই জরিপ পরিচালনা করে দেখেন, এখানকার ৯০ শতাংশ নেতাকর্মী আপনার। এ সংখ্যা ৯৫ থেকে ৯৯ শতাংশও হতে পারে। তাঁরা কি বলছে আপনি শুনে যান।
ইয়াছিন বলেন, আমি চাঁদাবাজির জন্য রাজনীতি করি না। এই হারাম আমি খাই না। আমি রজনীতি করি, সন্ত্রাসমুক্ত কুমিল্লার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য। আমি রাজনীতি করি কৃষকের জন্য, শিক্ষকের জন্য, তরুণ প্রজন্মের জন্য, ক্ষুদ্র-মাঝারি-বড় ব্যবসায়ীর জন্য, কুমিল্লার শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য, অটোরিকশার ড্রাইভার, শ্রমিকের জন্য। আমি রাজনীতি করি কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। আমি রাজনীতি করি শহীদ জিয়ার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমি ৩৩-৩৪ বছর দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছি। এখানকার কর্মীরা ১৭-১৮ বছর জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। প্রতিটি কর্মীর পাশে আমি দাঁড়িয়েছি। সাংগঠনিকভাবে বিএনপির জন্য অত্যন্ত শক্তিশালী আসন কুমিল্লা-৬। প্রিয়া নেতা তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি এই বিষয় নিয়ে (মনোনয়ন বঞ্চিত হওয়া নিয়ে) আপনার সঙ্গে আলাপ করতে হবে।
এসময় কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম। বক্তব্য রাখেন মো. রেজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হান, সৈয়দ মেরাজ, আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কাজী গোলাম জিলানী, নাহিদ রানা প্রমুখ।