অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ

সবাইকে শারদীয় শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসব নিয়ে আমার জীবনকে তিনভাগে ভাগ করি। ছোটবেলায় আমাদের গ্রামে পূজা হতো। সেই পূজায় অংশ নিতাম। পূজা উপলক্ষে মেলা হতো। আমরা তখন দলবেঁধে এবাড়ি ওবাড়ি যেতাম পূজামণ্ডপ দেখতে। আমরা মেলায় যেতাম।
প্রতিমা বিসর্জনের দিন ও মেলায় আমরা আনন্দ পেতাম। নতুন জামা পড়তাম। নতুন কাপড়ের ঘ্রাণ নিতাম। চট্রগ্রাম মেডিকেল কলেজে পড়াবস্থায় পূজা উপলক্ষে বাড়ি যেতাম। তবে ওই সময়ে আমরা কলেজের হোস্টেলে থাকতাম বেশি। শহরের পূজা দেখতাম। এ মণ্ডপ থেকে ওমণ্ডপে যেতাম। এখন পরিণত বয়স পেরিয়ে বৃদ্ধ হচ্ছি। এখন পূজোয় দেশের বাইরে যেতে পারি না। রোগী দেখতে হয়। নিকটজনদের দেখতে হয়। পূজা ধর্মীয় উৎসব থেকে এখন আনন্দের উৎসব। সুন্দরের উৎসব। বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে শারদ।
অসুন্দরের বিরুদ্ধে দুর্গাপূজা। অশুভের বিরুদ্ধে দুর্গাপূজা। এই সময়ে ছেলেমেয়েরা সুতির নানা রঙের কাপড় পরে। পূজায় ওদের মুখ দেখে ভালো লাগে।
তৃপ্তীশ চন্দ্র ঘোষ: চিকিৎসক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, সংস্কৃতিজন।

সবাইকে শারদীয় শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসব নিয়ে আমার জীবনকে তিনভাগে ভাগ করি। ছোটবেলায় আমাদের গ্রামে পূজা হতো। সেই পূজায় অংশ নিতাম। পূজা উপলক্ষে মেলা হতো। আমরা তখন দলবেঁধে এবাড়ি ওবাড়ি যেতাম পূজামণ্ডপ দেখতে। আমরা মেলায় যেতাম।
প্রতিমা বিসর্জনের দিন ও মেলায় আমরা আনন্দ পেতাম। নতুন জামা পড়তাম। নতুন কাপড়ের ঘ্রাণ নিতাম। চট্রগ্রাম মেডিকেল কলেজে পড়াবস্থায় পূজা উপলক্ষে বাড়ি যেতাম। তবে ওই সময়ে আমরা কলেজের হোস্টেলে থাকতাম বেশি। শহরের পূজা দেখতাম। এ মণ্ডপ থেকে ওমণ্ডপে যেতাম। এখন পরিণত বয়স পেরিয়ে বৃদ্ধ হচ্ছি। এখন পূজোয় দেশের বাইরে যেতে পারি না। রোগী দেখতে হয়। নিকটজনদের দেখতে হয়। পূজা ধর্মীয় উৎসব থেকে এখন আনন্দের উৎসব। সুন্দরের উৎসব। বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে শারদ।
অসুন্দরের বিরুদ্ধে দুর্গাপূজা। অশুভের বিরুদ্ধে দুর্গাপূজা। এই সময়ে ছেলেমেয়েরা সুতির নানা রঙের কাপড় পরে। পূজায় ওদের মুখ দেখে ভালো লাগে।
তৃপ্তীশ চন্দ্র ঘোষ: চিকিৎসক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, সংস্কৃতিজন।