নিজস্ব প্রতিবেদক

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আওতাধীন নন্দনপুর ডিআরএস-এ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লা শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কুমিল্লা সদর উপজেলা, কুমিল্লা বিসিক শিল্পনগরী, কুমিল্লা ইপিজেড, ক্যান্টনমেন্ট এবং আশপাশের সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নন্দনপুর ডিআরএস-এর জরুরি মেরামত কাজের জন্যই এই শাটডাউন প্রয়োজন হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আওতাধীন নন্দনপুর ডিআরএস-এ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লা শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কুমিল্লা সদর উপজেলা, কুমিল্লা বিসিক শিল্পনগরী, কুমিল্লা ইপিজেড, ক্যান্টনমেন্ট এবং আশপাশের সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নন্দনপুর ডিআরএস-এর জরুরি মেরামত কাজের জন্যই এই শাটডাউন প্রয়োজন হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।