শাহ আলম সভাপতি মনির সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ২০২৬-২০২৮ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে সভাপতি পদে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মো শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর কাকরাইল এলাকায় সমিতি অফিসেে ভোট হয়। এতে ৫৫১ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হকস বের স্বত্বাধিকারী মো আবদুল হক রাতে ফল ঘোষণা করেন। সমিতিতে মোট পদ ২৯টি। ২১ টি পদে ভোট হয়। আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

সমিতির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি মো মিজানুর রহমান, মো আনিছুর রহমান, জেড এইচ জহির, যুগ্ম সম্পাদক মো ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মো সোলায়মান, দপ্তর সম্পাদক মো কামাল হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান শিশির, মহিলা সম্পাদক নিগার সুলতানা, নির্বাহী সদস্য আবু রিয়াজ মো নুরুদ্দিন খন্দকার, মো কামাল হোসেন ভূঁইয়া, আবদুল হাই গাজী, মো মেহেদী হাসান,মো জামাল হোসেন, মো হাফিজুর রহমান সলিম, কামরুজ্জামান রিমন, মো মাসুদুর রহমান, কাউসার-ই- জাহান ও নাছের আহমেদ ভুঁইয়া।

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ২০২৬-২০২৮ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে সভাপতি পদে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মো শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর কাকরাইল এলাকায় সমিতি অফিসেে ভোট হয়। এতে ৫৫১ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হকস বের স্বত্বাধিকারী মো আবদুল হক রাতে ফল ঘোষণা করেন। সমিতিতে মোট পদ ২৯টি। ২১ টি পদে ভোট হয়। আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

সমিতির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি মো মিজানুর রহমান, মো আনিছুর রহমান, জেড এইচ জহির, যুগ্ম সম্পাদক মো ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মো সোলায়মান, দপ্তর সম্পাদক মো কামাল হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান শিশির, মহিলা সম্পাদক নিগার সুলতানা, নির্বাহী সদস্য আবু রিয়াজ মো নুরুদ্দিন খন্দকার, মো কামাল হোসেন ভূঁইয়া, আবদুল হাই গাজী, মো মেহেদী হাসান,মো জামাল হোসেন, মো হাফিজুর রহমান সলিম, কামরুজ্জামান রিমন, মো মাসুদুর রহমান, কাউসার-ই- জাহান ও নাছের আহমেদ ভুঁইয়া।