ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ একটি সুষ্ঠ, সুন্দর ও উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে গিয়েছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের জনগণ পেয়েছিল শান্তি ও সমৃদ্ধময় একটি দেশ। মাদার অব ডেমোক্রেসি ও আপসহীন এ নেত্রীর দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি, উনি যেন বেগম খালেদা জিয়াকে আরোগ্য দান করেন। সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও সরব ভূমিকা রাখতে পারেন এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। মিলাদ ও দোয়া মাহফিলে এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, বুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, এম এইচ ফারুক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, আকরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাশার, বাদল, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, জয়নাল আবেদিন, গাজী মো. ইসরাফিলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত