বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।

এই ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক৷

পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার ভোর রাতে বুড়িচং থানার এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ছিনাইয়া গ্রামের মনির হোসেনের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করে।

ভারত থেকে চোরাই পথে এনে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই গাঁজা মজুদ করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত