কুমিল্লায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল রায়কে গতকাল সোমবার রাতে বুড়িচং উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা ডিবির ওসি আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে বুড়িচং উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ বলেন, গত বছরের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ তাদেরকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত