নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়ক যান চলাচলের যোগ্যতা হারিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অন্তত সহস্রাধিক গর্ত ও অন্তত শতাধিক ডোবার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। তার ওপর সড়কের বিভিন্ন অংশের পিচ তোলা হচ্ছে। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। সড়কটি সংস্কার, মেরামত ও নির্মাণে ধীরগতির পদক্ষেপ নেওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক ঘন্টার পথ পাড়ি দিতে দুই ঘন্টা সময় লাগে। উভয় উপজেলায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বেশি ভোগান্তি সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও চাকরিজীবীদের। পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান মালামাল নিয়ে যেতে পারছে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। বৃৃষ্টি মৌসুম শেষ হলেই কাজ শুরু হবে। এখন সড়ক মেরামতের জন্য সড়কের পুরানো পিচ তোলা হচ্ছে।
সরেজমিনে গত রোববার বিকেলে কুমিল্লা শহরতলির শাসনগাছা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বুড়িচং উপজেলা হয়ে ব্রাহ্মণপাড়া যান এই প্রতিবেদক। ওই সড়কের সিএনজিচালিত অটোরিকশা চালকেরা জানিয়েছেন, গত বছরের বন্যার পর সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর এক বছর পেরিয়ে গেছে। ওই সড়ক মেরামত করা হয়নি। তার ওপর এ বছর প্রচুর বৃষ্টি হয়েছে। এতে খানাখন্দে ভরা সড়কে পানি জমে একাকার। যানবাহনের চাপে ও গর্তেও কাদা পানির কারণে পথ চলাই দায়। সোনার বাংলা কলেজের সামনে গর্ত। বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারের বড় বড় অন্তত ১০ টি গর্ত আছে। এতে হাঁটু পানি জমে আছে। বাজার পেরিয়ে সামনে ইছাপুরা , মহেশপুর, খাড়াতাইয়া ও গাজীপুর এলাকায় সড়কে অসংখ্য গর্ত। ওই এলাকায় সড়কের পুরানো পিচ মেশিন দিয়ে তোলা হচ্ছে। এতে যানবাহন চলতে অসুবিধা হচ্ছে। যানবাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সামনের ফটকে ডোবা। শত শত গর্ত। বুড়িচং উত্তর বাজার এলাকায় গর্ত। ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ঢুকতে গর্ত ও ডোবা।
অটোরিকশা চালক আলী হোসেন বলেন,‘ এই সময়ে একবার এই সড়ক দিয়ে কেউ গেলে দ্বিতীয়বার আর আসবেন না। এতো খারাপ।’
শিক্ষক রেজাউল করিম বলেন, মোটর সাইকেল নিয়ে যেতে পারি না। এতো খারাপ রাস্তা। বিকল্প হিসেবে সালদা নদী কুমিল্লা সড়ক দিয়ে অনেকে কুমিল্লা শহরে যান। কিন্তু ওই সড়কের শংকুচাইলের পর থেকে অবস্থা খারাপ। ফকিরবাজার, তৈলকূপি, মাঝিগাছা ও নন্দীরবাজার এলাকায়ও সড়ক খারাপ। বিকল্প সড়কেরও যাচ্ছেতাই অবস্থা। উভয় সড়কই বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীর দুঃখ।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বলেন, কুমিল্লা সালদা নদী সড়কও সংস্কার করা হবে। এবার অনেক বৃষ্টিপাত হয়েছে ও হচ্ছে। ওই কারণে কাজ করতে দেরি হচ্ছে।’
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়ক যান চলাচলের যোগ্যতা হারিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অন্তত সহস্রাধিক গর্ত ও অন্তত শতাধিক ডোবার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। তার ওপর সড়কের বিভিন্ন অংশের পিচ তোলা হচ্ছে। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। সড়কটি সংস্কার, মেরামত ও নির্মাণে ধীরগতির পদক্ষেপ নেওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক ঘন্টার পথ পাড়ি দিতে দুই ঘন্টা সময় লাগে। উভয় উপজেলায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বেশি ভোগান্তি সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও চাকরিজীবীদের। পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান মালামাল নিয়ে যেতে পারছে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। বৃৃষ্টি মৌসুম শেষ হলেই কাজ শুরু হবে। এখন সড়ক মেরামতের জন্য সড়কের পুরানো পিচ তোলা হচ্ছে।
সরেজমিনে গত রোববার বিকেলে কুমিল্লা শহরতলির শাসনগাছা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বুড়িচং উপজেলা হয়ে ব্রাহ্মণপাড়া যান এই প্রতিবেদক। ওই সড়কের সিএনজিচালিত অটোরিকশা চালকেরা জানিয়েছেন, গত বছরের বন্যার পর সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর এক বছর পেরিয়ে গেছে। ওই সড়ক মেরামত করা হয়নি। তার ওপর এ বছর প্রচুর বৃষ্টি হয়েছে। এতে খানাখন্দে ভরা সড়কে পানি জমে একাকার। যানবাহনের চাপে ও গর্তেও কাদা পানির কারণে পথ চলাই দায়। সোনার বাংলা কলেজের সামনে গর্ত। বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারের বড় বড় অন্তত ১০ টি গর্ত আছে। এতে হাঁটু পানি জমে আছে। বাজার পেরিয়ে সামনে ইছাপুরা , মহেশপুর, খাড়াতাইয়া ও গাজীপুর এলাকায় সড়কে অসংখ্য গর্ত। ওই এলাকায় সড়কের পুরানো পিচ মেশিন দিয়ে তোলা হচ্ছে। এতে যানবাহন চলতে অসুবিধা হচ্ছে। যানবাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সামনের ফটকে ডোবা। শত শত গর্ত। বুড়িচং উত্তর বাজার এলাকায় গর্ত। ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ঢুকতে গর্ত ও ডোবা।
অটোরিকশা চালক আলী হোসেন বলেন,‘ এই সময়ে একবার এই সড়ক দিয়ে কেউ গেলে দ্বিতীয়বার আর আসবেন না। এতো খারাপ।’
শিক্ষক রেজাউল করিম বলেন, মোটর সাইকেল নিয়ে যেতে পারি না। এতো খারাপ রাস্তা। বিকল্প হিসেবে সালদা নদী কুমিল্লা সড়ক দিয়ে অনেকে কুমিল্লা শহরে যান। কিন্তু ওই সড়কের শংকুচাইলের পর থেকে অবস্থা খারাপ। ফকিরবাজার, তৈলকূপি, মাঝিগাছা ও নন্দীরবাজার এলাকায়ও সড়ক খারাপ। বিকল্প সড়কেরও যাচ্ছেতাই অবস্থা। উভয় সড়কই বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীর দুঃখ।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা খন্দকার বলেন, কুমিল্লা সালদা নদী সড়কও সংস্কার করা হবে। এবার অনেক বৃষ্টিপাত হয়েছে ও হচ্ছে। ওই কারণে কাজ করতে দেরি হচ্ছে।’