চান্দিনায় সংঘর্ষে নেতাকর্মীদের ভাঙচুর হওয়া বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে এলডিপি নেতৃবৃন্দ

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ভাঙচুর হওয়া বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান এবং আহত নেতাকর্মীদের দেখতে যান উপজেলা এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টারের নেতৃত্বে দলীয় একটি টিম উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া বাজার ও গ্রামে পৌঁছান নেতৃবৃন্দ।

এসময় তারা ক্ষতিগ্রস্থ ৩টি ব্যবসায় প্রতিষ্ঠান, ৩টি বসত ঘর এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। নেতাকর্মীরা আহত ও ক্ষতিগ্রস্থদের সকল ধরনের সহযোগিতার এবং দলের মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ যাবতীয় ব্যয়ভার বহন করবেন বলে আশ্বাস দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, সহ-দফতর সম্পাদক আলী মেম্বার, উপজেলা এলডিপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সহ-সভাপতি ডা. মাসুদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি আকতার হোসেন, এতবারপুর ইউনিয়ন এলডিপি সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মিজান মেম্বার, বাড়েরা ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি নাজমুল হাসান,নিজামুদ্দিন ভুঁইয়া, ৯ নং ওয়ার্ড এলডিপি সভাপতি আবদুল কুদ্দুস সরকার, বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চিলোড়া বাজারে বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চিলোড়া বাজারের ৩টি ব্যবসায় প্রতিষ্ঠান এবং চিলোড়া গ্রামের ৩টি বসত বাড়ি ভাঙচুর করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত